আগামী ১৬ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৫ ইং তারিখ হতে প্লে-দ্বিতীয় শ্রেণি (বাংলা মাধ্যম) সকাল ৭:১০ মিনিটে এবং প্লে-দ্বিতীয় শ্রেণি (ইংরেজী ভার্সন) দুপুর ২:০০ মিনিটে স্কুল মাকতাবের ক্লাস শুরু হবে, ইন-শা-আল্লাহ।
Published on Monday, February 10, 2025
স্কুল মাকতাব প্রোগ্রামে অংশগ্রহনের জন্য কিতাব বাবদ প্লে-জু.ওয়ান ১৫০ টাকা এবং প্রথম-দ্বিতীয় শ্রেণি ২০০ টাকা শ্রেণি শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। আগামী ১৬ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৫ ইং তারিখ হতে প্লে-দ্বিতীয় শ্রেণি (বাংলা মাধ্যম) সকাল ৭:১০ মিনিটে এবং প্লে-দ্বিতীয় শ্রেণি (ইংরেজী ভার্সন) দুপুর ২:০০ মিনিটে স্কুল মাকতাবের ক্লাস শুরু হবে, ইন-শা-আল্লাহ।
মহান আল্লাহ্ তা’আলা আমাদের সকল ভালো কাজে সহায় হউন (আমিন)।