আগামী ১৮ই মার্চ (মঙ্গলবার) থেকে ৮ই এপ্রিল (মঙ্গলবার), ২০২৫ খ্রিঃ পর্যন্ত স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস, পবিত্র রমজান, জুমা’আতুল বিদা, শব`ই`কদর ও ঈদুল ফিতর উপলক্ষে স্কুলের সকল ক্লাস বন্ধ থাকবে। আগামী ৯ই এপ্রিল (বুধবার), ২০২৫খ্রিঃ থেকে পূর্বের রুটিন অনুযায়ী যথারীতি ক্লাস চলবে, ইন-শা-আল্লাহ্।
Published on Monday, March 17, 2025
এতদ্বারা নভেলটি স্কুল এন্ড কলেজের সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস, পবিত্র রমজান, জুমা’আতুল বিদা, শব`ই`কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ই মার্চ (মঙ্গলবার) থেকে ৮ই এপ্রিল (মঙ্গলবার), ২০২৫ খ্রিঃ পর্যন্ত স্কুলের সকল ক্লাস বন্ধ থাকবে। আগামী ৯ই এপ্রিল (বুধবার), ২০২৫খ্রিঃ থেকে পূর্বের রুটিন অনুযায়ী যথারীতি ক্লাস চলবে, ইন-শা-আল্লাহ্। বন্ধের মধ্যে নিয়মিত লেখা পড়া করবে, মা-বাবার কথা মতো চলবে, পাঁচ ওয়াক্ত নামায জামা‘আতে পড়বে (যাদের জন্য প্রযোজ্য), অন্যান্যরা স্ব-স্ব ধর্ম পালন করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। শিক্ষার্থীদের অবশ্যই পূর্ণাঙ্গ ইউনিফর্ম পরিধান করে ক্লাসে উপস্থিত হতে হবে। মহান আল্লাহ তা‘আলা আমাদের সকল ভালো কাজে সহায় হউন (আমিন)। বি:দ্র: আগামী ২০ই মার্চ (বৃহস্পতিবার), ২০২৫ খ্রি: পর্যন্ত বকেয়াদি পরিশোধ সাপেক্ষে ১ম টিউটোরিয়াল পরীক্ষার প্রবেশ পত্র হিসাব শাখা থেকে (সকাল ৯:০০টা-দুপুর ২:০০টা) সংগ্রহ করা যাবে।