NOVELTY SCHOOL AND COLLEGE
Notice Board

প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সুন্দর ও সুদৃঢ়ভাবে পরিচালনা করতে, শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধি করার লক্ষ্যে এবং সুখী ও সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখতে সকল সম্মানিত অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করে কর্তৃপক্ষ ২০২৬ সাল থেকে শিক্ষার্থীদের মাসিক টিউশন ফি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
Published on Wednesday, September 24, 2025


সম্মানিত অভিভাবকবৃন্দ,
 
আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে পরিবারসহ সুস্থ, নিরাপদ ও আনন্দে আছেন। আপনাদের অকৃত্রিম সহযোগিতা, দায়িত্বশীলতা এবং বিদ্যালয়ের প্রতি আন্তরিক ভালোবাসার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের সন্তানদের জন্য একটি সুন্দর ও গুনগত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আমরা সর্বদা প্রতিশ্রæতিবদ্ধ। 
এই মুহূর্তে বিদ্যালয়ের সার্বিক পরিচালন ব্যয় যেমন শিক্ষক-শিক্ষিকাদের বেতন, বিদ্যুৎ, পানি, শিক্ষাসামগ্রী রক্ষনাবেক্ষণ এবং একাডেমিক উন্নয়ন প্রভৃতি খাতে ব্যয় উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সুন্দর ও সুদৃঢ়ভাবে পরিচালনা করতে, শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধি করার লক্ষ্যে এবং সুখী ও সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখতে সকল সম্মানিত অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করে কর্তৃপক্ষ ২০২৬ সাল থেকে শিক্ষার্থীদের মাসিক টিউশন ফি নিচের তালিকা অনুসারে বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 
 
ক্রমিক নং শ্রেণি মাসিক টিউশন ফি (২০২৬ শিক্ষাবর্ষ)
০১ প্লে-পঞ্চম ১৫০০/= (এক হাজার পাচঁশত টাকা মাত্র)
০২ ৬ষ্ঠ-দশম ১৬০০/= (এক হাজার ছয়শত টাকা মাত্র)
 
03            Play-Four (EV)          2000/= (Two Thousand Taka Only)
 
 
আমরা জানি, এই ছোট্ট পরিবর্তন আপনাদের সহযোগিতাপূর্ণ মনোভাবের কারণেই সফলভাবে বাস্তবায়িত হবে। আমাদের সন্তানেরা যেন একটি সুন্দর, সুশৃঙ্খল ও মননসমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে-সেই লক্ষ্যে আমরা একসাথে এগিয়ে যেতে চাই, ইন-শা-আল্লাহ।
 
মহান আল্লাহ্ তা’আলা আমাদের সকল ভালো কাজে সহায় হউন (আমিন)।
Notice Board

Read more

Follow us @Facebook
Useful Links

Visitor Info
100
as on 23 Oct, 2025 12:39 AM
©EduTech-SoftwarePlanet