আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৫ খ্রিঃ থেকে সকল শ্রেণির বার্ষিক/নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি:দ্র: ২৩ নভেম্বর (রবিবার), ২০২৫ খ্রি: হতে ফ্রী প্রি-স্কুলিং শুরু হবে, ইন-শা-আল্লাহ ।
Published on Wednesday, October 29, 2025
এতদ্বারা নভেলটি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৫ খ্রিঃ থেকে সকল শ্রেণির বার্ষিক/নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ নভেম্বর (রবিবার), ২০২৫ খ্রিঃ এর মধ্যে ডিসেম্বর মাসের বেতনসহ যাবতীয় পাওনাদি (যদি থাকে) পরিশোধ সাপেক্ষে হিসাব শাখা থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রবেশপত্র আবশ্যক। নিয়মিত স্কুলে আসবেন, শিক্ষক/শিক্ষিকা ও পিতামাতার আদেশ মেনে চলবেন।
মহান আল্লাহ্ তা’আলা আমাদের সকল ভালো কাজে সহায় হউন (আমিন)।
শ্রেণি বার্ষিক পরীক্ষার ফি
প্লে-দ্বিতীয় ৫৫০/-
তৃতীয়-পঞ্চম ৬৫০/-
ষষ্ঠ-দশম ৭৫০/-
বি:দ্র: ২৩ নভেম্বর (রবিবার), ২০২৫ খ্রি: হতে ফ্রী প্রি-স্কুলিং শুরু হবে, ইন-শা-আল্লাহ ।